আমরা ফাইল বা ফোল্ডার Lock করার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করে
থাকি । কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের কম্পিউটারে অনেক সিকিউরিটি
মাধ্যমে File /Folder লুকিয়ে রাখা যায়।
সেটা হল CMD/ Command Prompt এর মাধ্যমে ।

২. তারপর File Path এর সার্চ বারে টাইপ করুন ⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ Cmd
তারপর Enter বাটনে চাপ দিন । ( নিচের ছবিটি দেখুন )
3. এরপর CMD/ Command Prompt এর একটা নতুন বক্স খুলে যাবে। (নিচের
ছবিটি দেখুন )
৪. সেখানে নিচের কোডটি লিখুন । ⇓⇓⇓
attrib +h +s +r ABCD
৫. এখানে attrib +h +s +r হল মুলকোড এবং ABCD হল আপনার
ফোল্ডারের নাম। ( নিচের ছবিটি দেখুন )
৮. আবার এই ফোল্ডারটি ফিরিয়ে আনার জন্য আপনাকে নিচের কোনটি আবারো লিখতে হবে । ⇓⇓⇓
attrib -h -s -r ABCD
৯. তারপর Enter বাটনে চাপ দিন । আপনার ফোল্ডারটি এখন দেখতে পাবেন।
( নিচের ছবিটি দেখুন )
দেখলেন খুব সহজেই কোন প্রকার সফটওয়্যার ছাড়াই আমরা ফাইল বা ফোল্ডার Hide and Show করে ফেললাম ।
বি. দ্রঃ যদি আপনি ফোল্ডারের নাম কি ভুলে যান তাহলে কিভাবে খুজে পাবেন সেটা আমি পরের পোস্টে বলে দিব । 😊😊
ধন্যবাদ সবাইকে 💓💓
0 Comments